
প্রকাশিত: ৮ জুলাই, ২০২৪, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ
হলিউড অভিনেত্রী মার্গো রবির ‘বার্বি’ চলচ্চিত্রে সাফল্যের পর উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। এবার মা হতে চলেছেন এই অভিনেত্রী। তার এমন খবরে ফের আনন্দে আটখানা তার ভক্ত অনুরাগীরা। চলচ্চিত্র প্রযোজক ও স্বামী টম অ্যাকারলিকে সাথে নিয়ে প্রথম সন্তানকে বরণের প্রস্তুতি নিচ্ছেন এ অভিনেত্রী।
এদিকে, ইতালিতে দুজনের অবকাশ যাপনের কিছু ছবি প্রকাশ্যে আসার পর থেকেই রবির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ভক্তদের নজরে আসে। ছবিতে ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছে অভিনেত্রীর, যার ফলে তার মা হওয়ার বিষয়টি আলোচনায় উঠে আসে।
অন্যদিকে কয়েকটি সূত্র পিপল সাময়িকীকে অভিনেত্রী মার্গো রবির মা হতে যাওয়ার খবর নিশ্চিত করেছে। তবে অভিনেত্রী অথবা তাঁর স্বামীর কাছ থেকে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
২০১৩ সালে ‘ওয়ার্ল্ড ওয়ার-২’ সিনেমার শুটিংয়ে মার্গো রবি ও টম অ্যাকারলির প্রেম হয়। এর তিন বছর পর ২০১৬ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
মন্তব্য করুন