বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৪, ১২:২২ পিএম

অনলাইন সংস্করণ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৭

ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে চারটার দিকে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে রয়েছে। আহতরা হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি আছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন- কাভার্ড ভ্যান চালক ঢাকার পল্লবী থানার টিটু খানের ছেলে হৃদয় হাসান (২২), নীলফামারীর ডোমার উপজেলার নতুনপাড়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী জেসমিন বেগম (৩৫), বগুড়া সদরের সুত্রাপুর এলাকার মাহবুব হোসেনের ছেলে শামীম হাসান (৪৫) নন্দীগ্রাম উপজেলার রিধইল গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল হান্নান।

আহতরা হলেন- নওগাঁ সদরের শাওন হোসেন (৩০), বাবুল মিয়া (৩৫), বরিশালের হিজলার আলিফ হোসেন (৩৫), বগুড়া সদরের রেজাউল করিম (৪৫), কাহালু উপজেলার সুজন মিয়া (৩৫), শেরপুর উপজেলার মোহাম্মদ সৈকত (১৮) ও রংপুরের ডিমলা উপজেলার অমিত (১০)।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী জানান, শাহ ফতেহ আলী বাস ঢাকা থেকে যাত্রী নিয়ে নওগাঁর দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেতগাড়ী এলাকায় পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। বাস ও
কাভার্ড ভ্যান পুলিশের হেফাজতে আছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মিলাদুন্নবী বলেন, দুর্ঘটনায় নিহত চারজনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাকি ৭ জন চিকিৎসাধীন রয়েছেন। আহতরা মাথায়, পায়ে, হাতে ও বুকে আঘাত পেয়েছেন।

মন্তব্য করুন