বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৪, ০৪:২৫ পিএম

অনলাইন সংস্করণ

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক

রাজপথে চেচামেচি করে লাভ হবে না, আদালতে ফয়সালা হতে হবে

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত

কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, রাজপথে আন্দোলন করে, চেচামেচি করে কোন লাভ হবে না। এটা আদালতের বিষয়, অতএব আদালতে গিয়ে সমাধান করতে হবে, ফয়সালা করতে হবে। 

আজ মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

কোটা বিরোধী আন্দোলন নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, "দেখুন, কোটা বিরোধী আন্দোলনের বিষয়টি এখন আদালতে বিচারাধীন। অতএব রাজপথে আন্দোলন করে চেচামেচি করে ফয়সালা হবে না। ফয়সালা হতে হবে আদালতে। অতিরিক্ত কিছু হলে আদালত অবমাননা হতে পারে।"

আনিসুল হক বলেন, ‘আমি তো এখন শুনলাম যে তারা (কোটাবিরোধী আন্দোলনকারী) আপিল বিভাগের মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য দরখাস্ত করেছেন। পক্ষভুক্ত হওয়ার দরখাস্ত করেছে। আমি যতটা শুনেছি আগামীকাল বুধবার বোধহয় তার শুনানি হবে। সেক্ষেত্রে আমি তো মনে করছি তারা সঠিক পথে হাঁটছেন। 

তিনি বলেন, 'মামলাটার রায় হয়ে গেছে। মামলাটা এখন আপিল বিভাগে। গতকাল পর্যন্ত তাদের কোনো আইনজীবী ছিল না তাদের বক্তব্য উপস্থাপন করার জন্য।’

আনিসুল হক বলেন, ‘সেক্ষেত্রে সঠিক জায়গা কোনটা? আমি গতকাল বলেছি, সঠিক জায়গা হচ্ছে তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য আদালতে উপস্থাপন করেন, তবে আপিল বিভাগ সব পক্ষের কথা শুনবেন এবং সব পক্ষের বক্তব্য শুনে আপিল বিভাগ একটা ন্যায়বিচার করবেন, এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে।’

তিনি বলেন, ‘আমি আজ দেখছি একটি ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন। আমি এটাকে সাধুবাদ জানাই। এখন তারা তাদের বক্তব্য আদালতে দেবেন। ‌ আশা করবো যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তারা আন্দোলন প্রত্যাহার করবেন।

 

মন্তব্য করুন