
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৪, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
শিক্ষকদের প্রত্যয় পেনশন ও শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে কথা বলতে নারাজ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, আদালতে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা সঠিক হবে না। মন্ত্রী প্রত্যয় পেনশন নিয়ে শিক্ষকদের আন্দোলন বিষয়েও কথা বলতে রাজি হননি।
আজ মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পোর্টাল বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ ও নৈপুণ্য অ্যাপ ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার এমন অবস্থানের কথা জানান।
মহিবুল হাসান চৌধুরী বলেন, সর্বোচ্চ আদালতে বুধবার একটি শুনানি হবে, সেখানে কোন সিদ্ধান্ত আসবে। বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করাটা সঠিক হবে না।
শিক্ষামন্ত্রী বলেন, 'কোটা তুলে দেওয়ার পর চাকরি পাওয়ার ক্ষেত্রে কিছু জেলা একেবারেই পিছিয়ে ছিল। নারীদের ক্ষেত্রে ৫০টি জেলা থেকে কোনও ধরনের অংশগ্রহণ ছিল না। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সেখান থেকেও সম্ভব হয়নি। কোটা তুলে দেওয়ার কারণেই সেটা হয়েছে। আর অনেকেই সেটা নিয়ে রাস্তায় নেমেছেন। আসলে কিছু কিছু বিষয় রাজপথে সমাধান সম্ভব নয়।'
তিনি বলেন, 'যেহেতু পক্ষভুক্ত হয়েছে (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী), আশা করছি একটি নির্দেশনা আসবে। প্রধানমন্ত্রীর অঙ্গীকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। সেই অঙ্গীকার সরকার যথাযথভাবে পূরণ করবে।'
মন্তব্য করুন