
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৪, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ
বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় পাহাড় কাটার দায়ে দু'জনকে দেড় লক্ষ টাকা জরিমানা করছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোঃ হারুনকে ৫০ হাজার ও শান্তি বিকাশ চাকমাকে ১লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, দীর্ঘদিন ধরে লোকচক্ষু আড়ালে একটি সিন্চডিকেট চক্র পাহাড় থেকে মাটি কেটে এলাকার বিভিন্ন স্থানে নিচু জায়গা ভরাটের জন্য মাটি বিক্রি করছে আসছে এই চক্রটি।
সংবাদ পেয়ে সরেজমিন পরিদর্শন করে পাহাড় কাটার সাথে জড়িত দু'জনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও এধরনের অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন