বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৪, ০৯:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

বগুড়ায় সড়কে মানুষের কাটা পা, নদীতে নবজাতকের লাশ

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার করতোয়া নদী থেকে নবজাতকের লাশ ও শাজাহানপুর উপজেলার মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির কাটা পা উদ্ধার করেছে পুলিশ। রোগে আক্রান্ত ব্যক্তির অপারেশনের মাধ্যমে হাঁটুর ওপর থেকে পায়ের খণ্ডিত অংশ কেউ বস্তায় করে ফেলে গেছে ধারণা করা হচ্ছে। কাউকে হত্যার পর সেখানে খন্ডিত পা ফেলে রাখা হয়েছে বলেও অনেকের ধারণা। 

বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গোহাইল-জামাদার পুকুর এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মহাসড়কের পাশে কাটা একটি পা এবং বস্তা পড়েছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়ে বস্তাসহ কাটা পায়ের হাড় উদ্ধার করে পুলিশ। পা হাঁটুর ওপর থেকে কাটা। পচন ধরে পায়ের গোশত খুলে পড়েছে। 

অন্যদিকে বগুড়া শহরের ভাটকান্দি উত্তরপাড়া এলাকার করতোয়া নদী থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় একদিন বয়সের নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা ওই নবজাতককে ফেলে গেছে সেটি খুঁজে বের করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। 

বুধবার (১০ জুলাই) বেলা তিনটার দিকে শিশুর লাশ উদ্ধার করে স্থানীদের কাছে হস্তান্তরের পর দাফনের ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে পুলিশ। 

নারুলী ফাঁড়ির উপ-পরিদর্শক আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। 

 

মন্তব্য করুন