রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৪, ০২:০১ এ এম

অনলাইন সংস্করণ

বিচারপতির নাম ভাঙিয়ে ঘুষ, হাইকোর্টের দুই কর্মচারী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বিচারপতির নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষ নেয়ায় মো. রশিদ (৩৮) ও মো. হাফিজ (৩৪) নামে হাইকোর্টের দুই কর্মচারী গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাদেরকে গ্রেপ্তার করে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।

বিচারপতি মো.আতোয়ার রহমানের নির্দেশক্রমে বেঞ্চ অফিসার সুজিত কুমার বিশ্বাস বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, বিকেল ৫টায় ২৭ ভবন ২৭ নম্বর আদালতের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চের এমএলএসএস মো. আব্দুর রশিদ (৩৮) ও রেজিস্টার জেনারেলের অফিসের এমএলএসএস মো. হাফিজ (৩৪) মামলার বিবাদীর থেকে ৯ লাখ ২০ হাজার টাকা ঘুষ নেয়।

বিষয়টি বিচারপতির নজরে আসায় সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ পুলিশের সহায়তায় শাহবাগ থানা পুলিশের কাছে রাত সাড়ে ৯টায় হস্তান্তর করা হয়।

এবিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান রূপালী বাংলাদেশকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন