
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ
কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেছেন, কোটা আন্দোলনকারীদের আদালতে গিয়েই ফয়সালা করতে হবে। সরকারও চায় বিষয়টি নিষ্পত্তি হোক, তবে আদালতকে আমরা সন্মান ও শ্রদ্ধা করি। আদালতের বিষয়টি আদালতের গিয়েই সমাধান করতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের রাস্তায় না থেকে এ বিষয়টি আদালতে গিয়ে নিষ্পত্তি করতে হবে।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের করিডোরে কোটা আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জনপ্রশাসনমন্ত্রী বলেন, "আমি একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের বলবো, বিষয়টি নিয়ে রাস্তায় না থেকে এটি নিয়ে আদোলতে গিয়ে নিষ্পত্তি করা। ২০১৮ সালে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেই আলোকে মুক্তিযোদ্ধার সন্তান বা অন্যরা মনে করেছেন, তারা বঞ্চিত হয়েছেন। এরপর তারা ২১ সালে হাইকোর্টে একটি রিট করেন। সেই চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে ৫ জুন একটা রায় দিয়েছেন আদালত।
তারই পরিপ্রেক্ষিতে গতদিনও (১০ জুলাই) শুনানির পরে আদালত স্থগিতাদেশ দিয়েছেন। এখন বিষয়টির সমাধান আদালতেই হতে হবে বলে মন্তব্য করেন জনপ্রশাসন মন্ত্রী।
মন্তব্য করুন