
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রামে কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটার তথ্য সঠিক নয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা নিয়েও কোন হামলার ঘটনা ঘটেনি। আন্দোলন চলাকালে পুলিশ সংযতচিত্তে তাদের দায়িত্ব পালন করছে। শিক্ষার্থীরাও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে এই রিপোর্ট লেখার সময় চট্টগ্রামের টাইগারপাস এলাকায় খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়।
"কোটা বিরোধী আন্দোলন চলার সময়ে পুলিশের সাথে শিক্ষার্থীদের কোন হামলার ঘটনা ঘটছিলো কি-না" এমন প্রশ্নের জবাবে আন্দোলনে অংশ নেয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্য ও নট্যতত্ব বিভাগের ছাত্র আবিদ হাসান দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, পুলিশের দেয়া ব্যারিকেড ভাংতে চেষ্টা করেছিলো কিছু শিক্ষার্থী। আমরা তাদের নিবৃত্ত করি। তবে কোন হামলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা যথেষ্ট সংযত ছিলো।
একই তথ্য জানিয়েছেন, চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত কমিশনার আ স ম মাহতাব উদ্দিন। তিনি বলেছেন, চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটার ঘটনা মিথ্যা। এমন কোন ঘটনাই ঘটেনি। পুলিশ যথেষ্ট সংযত এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।
মন্তব্য করুন