বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৪, ০৬:১৬ পিএম

অনলাইন সংস্করণ

মাদক ও কিশোর গ্যাংয়ের তথ্য চাইলেন বগুড়ার পুলিশ সুপার

ছবি: রূপালী বাংলাদেশ

মাদক, জঙ্গিবাদ, কিশোর গ্যাং, অনলাইন জুয়াসহ সব ধরণের অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চেয়েছেন বগুড়ার নবাগত পুলিশ সুপার জাকির হাসান পিপিএম। তিনি বগুড়া জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় শহরের যানজটকে প্রাধান্য দিয়ে ট্রাফিক পুলিশ নতুনভাবে কাজ শুরু করবে বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার পুলিশ ‍সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা শহরের অসহনীয় যানজট, ফুটপাত ও সড়কের একাংশ দখল, কিশোর গ্যাং তৎপরতা, মাদক, চাঁদাবাজি, খুনোখুনিসহ নানা বিষয় তুলে ধরে প্রতিকার চান। জবাবে পুলিশ সুপার অপরাধ নির্মূলের আশ^াস দেন।

নবাগত পুলিশ সুপার জাকির হাসান পিপিএম বলেন, পুলিশ ও সাংবাদিক এক অপরের সম্পূরক। এই দুই পেশার মানুষই দেশের স্বার্থে কাজ করে। বগুড়ার আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। স্মার্ট বাংলাদেশ গড়ার মানসে জেলা পুলিশ বগুড়া নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রত্যয় নিয়ে কাজ করবে।

জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ সভাপতি মাহমুদুল হাসান নয়ন, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য এএইচএম আখতারুজ্জামান, সিনিয়র সাংবাদিক হাসিবুর রহমান বিলু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জেএম রউফ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রানা, সিনিয়র সাংবাদিক চপল সাহা, জিএম সজল, মোহন আকন্দ প্রমুখ।

উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. স্নিগ্ধ আখতার পিপিএম, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. আব্দুর রশিদ, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরাফত ইসলাম।

এর আগে বুধবার (১০ জুলাই) বগুড়া জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন জাকির হাসান পিপিএম। ২৫তম বিসিএস-এর এই চৌকস পুলিশ কর্মকর্তা যোগদানের পূর্বে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বগুড়ায় দায়িত্বভার গ্রহণের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে আগমন করলে জাকির হাসান পিপিএম জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। নবাগত পুলিশ সুপারকে সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম। দায়িত্বভার গ্রহণের পর জেলা পুলিশের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন নবাগত পুলিশ সুপার জাকির হাসান পিপিএম।

মন্তব্য করুন