
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৪, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া। গেল বছর আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারিয়ে দেয়া উরুগুয়েও ছাড় দিল না হামেস রদ্রিগেজের কলম্বিয়া। মার্সেলো বিয়েলসার দলটিকে বলা হচ্ছিল, এবারের কোপা আমেরিকার অন্যতম সেরা এক দল।
ট্যাকটিক্সের কারণেই কিনা উরুগুয়ের পক্ষে বাজি ধরেছিলেন অনেকেই। কিন্তু নেস্তোর লরেঞ্জোর দলটা যেন রীতিমতো অপ্রতিরোধ্য।
আগামী সোমবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।
২০০১ সালে সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল কলম্বিয়া। সেবার উরুগুয়েকে হারিয়ে শিরোপাও জিতেছিল দলটি। ২৩ বছর পর আবারও সেই মঞ্চে কলম্বিয়ানরা। তবে সামনে কঠিন প্রতিপক্ষ আর্জেন্টিনা।
গত আসরে কোপা আমেরিকা জয়ের পর কাতারে বিশ্বজয়। কোপার চলতি আসরে আবারও ফাইনালে আর্জেন্টিনা। দুর্দান্ত ছন্দে থাকা আলবিসেলেস্তেরা ফিরেছে সোনালী দিনে। ক্যারিয়ারের শেষবেলার এসে লিওনেল মেসি জিতে নিয়েছেন সম্ভাব্য সকল শিরোপাই। অন্যদিকে ২৩ বছর পর এবং ২৮ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে উঠেছে কলম্বিয়া। দুদলের শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে শুরু হয়েছে উন্মাদনা। টিকিটের দাম বেড়ে হয়েছে আকাশচুম্বী।
মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনাল মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু ম্যাচ।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে খবর, টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে ২০০ ডলারে টিকিট পাওয়া গেলেও এখন দামে প্রায় ১০ গুণ বেড়েছে। টিকিট সার্ভিস দিচ্ছে এমন প্রতিষ্ঠানগুলোতে গড়ে সর্বনিম্ন ২ হাজার ১২৭ ডলারে রিসেল হচ্ছে কোপা আমেরিকার ফাইনালের টিকেট। যা বাংলাদেশি মুদ্রায় আড়াই লাখ টাকারও বেশি।
এরমধ্যে কিছু রিসেল টিকিট সার্ভিস দেয়া প্রতিষ্ঠান ৪ হাজার ২৪ ডলারেও বিক্রি করছে ফাইনালের টিকিট। সবচেয়ে দামি টিকিটের মূল্য ঠেকেছে ৬৬ হাজার ৭৬৫ ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় ৭৮ লাখ ৪৫ হাজার টাকা।
মন্তব্য করুন