
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৪, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বগুড়া সদরে স্থগিতকৃত ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ভোটগ্রহণ আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। গত ২৯ মে অনুষ্ঠিত নির্বাচনে ব্যালটে প্রতীকের অমিল থাকায় ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে ৯ জুন ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। প্রার্থীর হাইকোর্টে রিট পিটিশনের প্রেক্ষিতে নির্বাচন দ্বিতীয় দফায় স্থগিত হয়। আগামী ২৭ জুলাই নতুন করে ভোটগ্রহণের সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে নির্বাচন কমিশন। গত বুধবার নির্বাচন পরিচালনা-২ অধি-শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
বগুড়ার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসান জানান, সদর উপজেলা পরিষদের স্থগিতকৃত ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ২৭ জুলাই শনিবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বগুড়া সদর উপজেলা পরিষদের নির্বাচন গত ২৯ মে অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতারুল আলম মামুন অভিযোগ করেন তাকে নির্বাচন অফিস থেকে বরাদ্দ দেওয়া প্রতীকের সাথে ব্যালটের প্রতীকের মিল ছিল না। এ অভিযোগ তুলে তিনি
ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিতের আবেদন করেন। তাৎক্ষনিক ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে নির্বাচন স্থগিত করে অন্য দুটি পদে (চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান) যথারীতি ভোটগ্রহণ করা হয়।
প্রার্থী ইফতারুল আলম মামুন বলেন, প্রতীক বরাদ্দের দিন আমাকে নমুনা হিসেবে কাঠিওয়ালা আইসক্রিমের ছবি দেয়া হয়। সেই প্রতীক নিয়েই প্রচারণা চালাই। ২৯ মে অনুষ্ঠিত নির্বাচনে ভোট শুরু হওয়ার পর দেখি ব্যালটে বরাদ্দকৃত প্রতীকের সাথে নমুনা প্রতীকের মিল নেই। নমুনা কাঠিওয়ালা আইসক্রিমের স্থলে ব্যালটে ছিল কুলফি আইসক্রিম। এতে ভোটাররা প্রতীক চিনতে না পেরে বিভ্রান্তিতে ছিলেন।
মন্তব্য করুন