
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ
অবাধে গাছ নিধন করায় প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটছে। একটি গাছ কাটলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অন্তত ৩টি গাছ রোপন করার আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি।
শনিবার (১৩ জুলাই) বগুড়া শহীদ টিটু মিলনায়তন চত্বরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক ফিতা কেটে উদ্বোধন করা হয়। 'বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত মেলায় ৩৯টি স্টল স্থাপন পেয়েছে।
প্রধান অতিথি বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু মেলার স্টলগুলোতে ফলজ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন জাতের চারা প্রদর্শনী পরিদর্শন করেন। বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা মেলা চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জাকির হাসান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতলুবর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু।
বক্তারা বলেন, গাছ আমাদের পরম বন্ধু, গাছের কারণে আমরা অক্সিজেন সংগ্রহ করে বেঁচে আছি। গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। একটি গাছ কাটলে কমপক্ষে আরও ৩টি গাছ রোপন করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক, শিক্ষার্থীদের হাতে গাছের চারা এবং বগুড়া জেলার ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াডের উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন