
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৪, ০৪:১৯ এ এম
অনলাইন সংস্করণ
অবসর কাটাতে আমেরিকার পাড়ি দিয়েছেন নির্মাতা রায়হান রাফি। ফিরেই ‘তুফান ২’র শুটিংয়ে ব্যস্ত হয়ে পরবেন। যুক্তরাষ্ট্র থেকে ফোনে ভারতীয় গণমাধ্যমকে তেমনটাই জানিয়েছেন এই নির্মাতা।
রায়হান রাফি জানান, ‘অনেক পরিশ্রম গিয়েছে। দুই দেশ মিলিয়ে শুটিং। তার পর দুই দেশ মিলিয়ে প্রচার। দর্শকেরা মুখ ফেরাননি। দুই বাংলা, বিদেশ মিলিয়ে ছবি সফল। এবার একটু বিশ্রামের প্রয়োজন। না হলে পরের ছবিতে মন দিতে পারব না।’
আরো বলেন, ‘আপাতত তেমনই ভাবনা রয়েছে। সেই অনুযায়ী সিক্যুয়েলের চিত্রনাট্য নিয়ে ঘষামাজা চলছে। এবার আরও বড় করে ফিরবে তুফান ছবি।’
টালিউডের প্রথম সারির আরও অনেক তারকা থাকতে পারেন ‘তুফান ২’-এ। আর মিমি চক্রবর্তী? তাকে যে কলকাতার দর্শকেরা আরও বেশিক্ষণ পর্দায় দেখতে চান! রাফীর হাসিমাখা বক্তব্য, ‘দেখুন, আগের ছবিতে মিমির মৃত্যু দেখানো হয়নি। ফলে এই ছবিতেও তিনি থাকবেন। থাকবেন চঞ্চল চৌধুরীও। মিমির বিষয়টিও আমাদের মাথায় আছে। দেখা যাক।’
তবে সব কিছু আবর্তিত হচ্ছে শাকিব খানকে ঘিরে। এ তারকার সঙ্গে সিডিউল মিলিয়েই শুরু হবে তুফানের কাজ।
ছবির যে সিক্যুয়েল হচ্ছে, এ কথা গতকাল শুক্রবার নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন মিমি। সিনেমার সাফল্যে তিনিও ছুটির মেজাজে। অভিনেত্রী পাড়ি দিয়েছেন উত্তরবঙ্গে, জলপাইগুড়িতে।
মন্তব্য করুন