
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৪, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুরে বন্যার পানিতে ডুবে ৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে শ্যামপুরের দক্ষিণ বালুরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, দক্ষিণ বালুচর গ্রামের সবুজ শেখের মেয়ে সাদিয়া (১১), গোলাপ আলীর ছেলে খাদিজা (১২), দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭) ও একই এলাকার বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৩২)।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে দক্ষিণ বালুরচর গ্রামের পাশাপাশি বাড়ির ওরা চার জন বন্যার পানিতে গোসল করতে যায়। শিশু সাদিয়া ও খাদিজা গোসলের একপর্যায়ে পানিতে ডুবে যায়। তাদেরকে ডুবে যেতে দেখে রোকসানা বেগম ও দিশা আক্তার তাদেরকে উদ্ধার করতে গেলে একপর্যায়ে তারাও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের চারজনেরই মরদেহ উদ্ধার করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, বন্যার পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের সুরতহাল শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন