
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৪, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাবেক হোক আর বর্তমান হোক, আজীবন তাদের নিরাপত্তা দেয় সিক্রেট সার্ভিস। তাদের নিরাপত্তায় রয়েছে আলাদা বিশেষ এই বাহিনী। সিক্রেট সার্ভিস নামে গঠিত বিশেষ বাহিনীর মাধ্যমে তাদের নিরাপত্তা দেওয়া হয় সব সময়ই। এমনকি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আজীবন তাদের এ বাহিনী নিরাপত্তা দেয়।
বিশেষায়িত এ বাহিনীর কঠোর নিরাপত্তা সত্ত্বেও এবার যুক্তরাষ্ট্রের মাটিতেই ঘটে গেল ভয়াবহ এক ঘটনা। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ হন খোদ দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুলিতে প্রাণে বেঁচে গেলেও কান ফুটো হয়ে যায় ট্রাম্পের।
ডিজিটাল প্রিন্টিং টেকনোলজির মাধ্যমে এই প্রিন্টিং দ্রুততার সঙ্গে হয় সাধারণত। একেবারে হটকেকের মতো বিক্রি হচ্ছে এই টি-শার্ট।
শনিবার পেনসিলভানিয়ায় বাটলার এলাকায় নির্বাচনী সমাবেশের মঞ্চে এ হামলার ঘটনা ঘটে। গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তার সেই রক্তাক্ত ছবি। আর ট্রাম্প আক্রান্ত হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই চীনের অনলাইন বিক্রেতারা একটি টি-শার্ট বিক্রি করার উদ্যোগ নেয়। সেই টি-শার্টে দেখা যায়, হামলার মুহূর্তে ট্রাম্পের ডান কান চেপে বসে পড়ার ছবি। ছবিটির উপরে লেখা, ‘গুলি আমাকে আরও শক্তিশালী করেছে।’ নিচে লেখা ট্রাম্প।
এক বিক্রেতা লি জিনওয়ে জানান, আমরা Taobao-তে সেই টি-শার্টটা এনেছি। ঘটনার কথা জানার পরেই সেই টি-শার্টটি আনা হয়েছে। তবে প্রিন্ট করার আগেই দেখা গেল যে চীন ছাড়াও আমেরিকা থেকে অন্তত ২০০০ অর্ডার চলে এসেছে তাদের কাছে।
তথ্য: রয়টার্স
মন্তব্য করুন