গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৪, ০৭:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

গাজীপুরে দেড় লাখ টাকার জাল নোটসহ আটক ১

ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুরের কোনাবাড়ীতে দেড় লাখ টাকার জাল নোটসহ জুয়েল খান (২৫) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে (১৪ জুলাই) রাত ৮ টার সময় কোনাবাড়ি থানাধীন নতুন বাজার এরা পাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃত জুয়েল খান টাঙ্গাইল জেলার বাসাইল থানার হাবলা টেংগুড়িয়া পাড়া গ্রামের মোঃ আমজাদ খানের ছেলে। এঘটনায় আলামিন নামে আরও একজন পালিয়েছে বলে জানান পুলিশ। 

পুলিশ জানায়, রোববার রাত ৮ টার সময় কোনাবাড়ি থানাধীন নতুন বাজার এরা পাম্পের সামনে অবৈধ জাল টাকার নোট নিয়ে অবস্থান করিতেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১৫০টি ১ হাজার টাকার জাল নোট  উদ্ধার করা হয়।

কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,আইনগত ব্যবস্থা গ্রহণ  করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

 

মন্তব্য করুন