
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর ড. মোহাম্মদ আব্দুল মুহিতসহ ৪ জনকে দুয়োধ্বনি দিয়ে তাড়িয়ে দিয়েছে শহীদ মিনারে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সোয়া ৪ টায় শহিদ মিনার এলাকায় সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের অবস্থানকালে সহকারী ৪ জন প্রক্টর পরিদর্শনে আসলে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। এসময় তিনি একটু ক্ষেপে গেলে আন্দোলনকারীরা তার দিকে চড়াও হয় এবং তার দিকে তেড়ে আসে। একপর্যায়ে তিনি দৌড়ে ঢাবির রাসেল টাওয়ারের দিকে চলে যান।
সহকারী প্রক্টর আব্দুল মুহিতকে বাচাতে গিয়ে কিছুটা আহত হয়েছেন জনকণ্ঠের সাংবাদিক মোতাহার। তিনি তার বাম হাতের কনুইতে ব্যাথা পান।
মন্তব্য করুন