
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
কুমিল্লায় কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের গাড়ি ভাংচুর ও পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। হামলার এক পর্যায়ে পাশের বাড়িতে অবস্থান নেয়ার পর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর দপ্তর মো: কামরান হোসেন সহ দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ৩টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি এলাকায় অবরোধ করা জন্য আসেন। এসময় তাদের হাতে লাঠিসোঠা, লোহার পাইপ দেখা যায়। মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশ সড়কে বাঁধা দেয় এবং অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে সড়কের পাশে পার্কিং করে রাখা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসরি গাড়ি ভাংচুর করে বিক্ষুবদ্ধ শিক্ষার্থীরা। ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রনক্ষেত্রে পরিণত হয়। এলাকাবাসী ও সাধারণ পদচারীরা বিপাকে পড়েন। সন্ধ্যা ৬টার দিকে অবরোধ ছেড়ে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নামজুল হাসান বলেন, ‘শিক্ষার্থীরা বিনা উসকানিতে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন। এসময় পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন