বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪, ১২:৩১ পিএম

অনলাইন সংস্করণ

কোটা আন্দোলন; নিন্দিত অপু, প্রশংসায় ভাসছে বুবলী

অপু বিশ্বাস ও বুবলি। ছবি: সংগৃহীত

সারা দেশের মনোযোগ যখন কোটা সংস্কার আন্দোলনের দিকে অপু বিশ্বাস তখন ব্যস্ত শাকিব খানকে নিয়ে। কী এক অজানা অর্জনের কারণে সামাজিক মাধ্যমে প্রাক্তন স্বামী ও সন্তানের বাবাকে জানিয়েছেন অভিনন্দন।

মঙ্গলবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেছেন অপু। সেখানে শাকিবকে দেখা যাচ্ছে। ক্যপশনে লিখেছেন, অভিনন্দন বাবুর বাবা। তবে কিং খানের কোন অর্জনের ফল এই অভিনন্দন তা স্পষ্ট করেননি জয়ের মা।

প্রাক্তনকে নিয়ে তার এই আহ্লাদী অভিনন্দনে ক্ষ্যাপিয়ে দিয়েছেন নেটিজেনদের। তার পোস্টে কঠোর সমালোচনা করেছেন তারা। একজন লিখেছেন, দেশের অবস্থা খারাপ, এরা দিনে দুপুরে রোমান্স শুরু করছে। অন্য একজন কটাক্ষ করে লিখেছেন, পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ সে যার কোনো লজ্জা শরম নেই। আরেক নেটাগরিকের কথায়, বাবুর বাবাকে নিয়ে নয়; বর্তমান দেশের পরিস্থিতি ভালো না! এই ব্যাপারে কিছু লিখেন।

এদিকে কোটা আন্দোলন নিয়ে অপু যখন সমালোচিত তখন নেটাগরিকদের প্রশংসা কুড়াচ্ছেন শাকিবের আরেক সন্তানের মা শবনম বুবলী। সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে সরব হয়েছেন তিনি। নিজের ফেসবুকে সাহসের সঙ্গে লিখেছেন, শিক্ষার্থীদের রক্ত ঝড়বে কেন?

এই পোস্ট দেখে নেটিজেনরা ধন্যবাদ জানিয়েছেন বুবলীকে। কেউ কেউ আবার অপুর সঙ্গে তার পোস্টের তুলনা করেছেন। অপুর জন্য রেখেছেন নিন্দা আর বুবলীকে সিক্ত করেছেন প্রশংসায়। 

চলমান এ ইস্যু নিয়ে কথা বলেছেন তারকাদের অনেকে। সালমান মুক্তাদির, তাসরিফ খান, শিরোনামহীন নব্যান্ডের দলনেতা জিয়াউর রহমানসহ অনেকে। 

মন্তব্য করুন