ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪, ০৬:০৮ পিএম

অনলাইন সংস্করণ

নিহতদের স্মরণে ঠাকুরগাঁওয়ে গায়েবানা জানাজা

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকা চট্রগাম ও রংপুরে বৈষম্য বিরোধী  কোটা আন্দোলনে নিহতদের স্মরণে ঠাকুরগাঁওয়ে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই)  দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি  কার্যালয়ের সামনে গণতান্ত্রিক আন্দোলনে সমমনা ৩৯ দলের আয়োজনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের দফায় দফায় হামলা গুলিবর্ষণ সহ হিংস্র আক্রমণে শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।সেই সাথে কোটা সংস্কারের আন্দোলনকারীদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।

মন্তব্য করুন