
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ
থাইল্যান্ডের ব্যাংককে বিলাসবহুল হোটেল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সায়ানাইডের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।বিবিসি বলছে, কোনো বিতর্কের জেরে এক ব্যক্তি চায়ের কাপে ওই বিষ মিশিয়ে দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। যে ব্যক্তি এর পেছনে ছিলেন, তারও মৃত্যু হয়েছে।
ব্যাংককের গ্রান্ড হায়াত এরওয়ান হোটেলের একটি কক্ষে ঘটনাটি ঘটে। মঙ্গলবার ছয়জনের মরদেহ দেখতে পান এক কর্মী। প্রায় ২৪ ঘণ্টা ধরে ওই মরদেহগুলো সেখানে পড়েছিল বলে মনে করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আর্থিক দ্বন্দ্ব থেকে হত্যার ঘটনা ঘটতে পারে। যে ছয়জন মারা গেছেন এদের মধ্যে দুজন বিনিয়োগের উদ্দেশে একজনকে এক কোটি থাই বাথ ঋণ দিয়েছিলেন।
এর আগে প্রাথমিক পর্যায়ে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, গুলিতে নিহত হয়েছেন ওই ছয়জন। তবে পুলিশ বলেছিল, বিষয়টি ঠিক নয়। নিহত প্রত্যেকে ভিয়েতনামের নাগরিক। তবে এদের কারও কারও আমেরিকান নাগরিকত্বও ছিল।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন মরদেহ উদ্ধারের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন। যতদ্রুত সম্ভব এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেন তিনি।
মন্তব্য করুন