সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪, ০৬:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় কোটা আন্দোলনকারী সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবি: রূপালী বাংলাদেশ

সাতক্ষীরায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে জেলা ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। বুধবার (১৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের সিবি হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন সড়ক থেকে কোটা আন্দোলনকারীদের একটি মিছিল বের হয়। মিছিলটি খুলানা রোড মোড় হয়ে নারকেলতলা মোড় এলাকায় যাওয়ার পথে সিবি হাসপাতাল সংলগ্ন এলাকায় পৌঁছালে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমাম, সাবেক ছাত্রনেতা আবুল কালামসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এসময় কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে তারা লাটি-সোটা ও ইটপাটকেল নিয়ে একই এলাকায় অবস্থান করা ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া করে। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক বিন আব্দুল আজিজ জানান, আন্দোলনের পক্ষে-বিপক্ষের কেউ এখন মাঠে নেই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মন্তব্য করুন