বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪, ১০:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

কোটা আন্দোলনে এককাতারে পরীমণি-রাজ

পরীমণি ও শরীফুল রাজ। ছবি সংগৃহীত

কোটা সংস্কারের দাবীতে আন্দোলনকারী  ছাত্র-ছাত্রীদের ওপর হামলার প্রতিবাদের সরব হয়েছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন তারা। এদিকে কোটা আন্দোলনে মতের দিক থেকে এক হয়েছেন পরীমণি ও সাবেক স্বামী অভিনেতা শরিফুল রাজ। 

গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যমে কোটা আন্দোলনে ছাত্রীদের ওপর নির্যাতনের প্রতিবাদ করেন পরীমণি। জনপ্রিয় কণ্ঠশিল্পী লুৎফর হাসানের আহত এক রক্তাক্ত সাধারণ ছাত্রীর ছবি নিজের ফেসবুকে শেয়ায় করে লিখেছিলেন, ‘নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।’ এই পোস্ট পরীমণি শেয়ার করে করেন তার ওয়ালে। 

আজ বুধবার শরিফুল রাজও কথা বলেছেন একই সুরে। নিজের ফেসবুকে দেশের মানচিত্রের ছবি সেঁটেছেন রাজ। ছবিটি রক্তমাখা। ক্যাপশনে লিখেছেন, শান্তিপূর্ণ সমাধানকে রক্তাক্ত সহিংসতার পর্যায়ে নিয়ে গিয়ে লাশের রক্তে শান্ত হবে দেশ!

নেটিজেনদের অনেকে রাজের পোস্টের মন্তব্যের ঘরে মত প্রকাশ করেছেন। কেউ ধন্যবাদ জানিয়েছেন অভিনেতাকে। একজন লিখেছেন, সাধারণ শিক্ষার্থী এবং জনগণের পক্ষে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। অন্যজন লিখেছেন, আপনার সুস্থতা কামনা করি। 

মন্তব্য করুন