রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪, ০১:১৬ পিএম

অনলাইন সংস্করণ

ঝিগাতলায় সংঘর্ষ, আহত রূপালী বাংলাদেশের প্রতিবেদক

ছবি: রূপালী বাংলাদেশ

‘কমপ্লিট শাটডাউনে’র অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে সাংবাদিক সহ আহত হয়েছেন অনেকে। রাজধানীর ঝিগাতলায় সংঘর্ষের অবস্থা তীব্র আকার ধারণ করায় সংবাদ সংগ্রহ করতে যায় দেশের জনপ্রিয় গণমাধ্যম‘ দৈনিক রূপালী বাংলাদেশ’র প্রতিবেদক সুশান্ত দেবনাথ। সেখোনে সংঘর্ষকারীরা এই প্রতিবেদককে মারাত্মক ভাবে আহত করে। 

রূপালী বাংলাদেশের প্রতিবেদক সুশান্ত দেবনাথ বলেন, ঝিগাতলা মোড়ে সংঘর্ষকারী ও পুলিশের মধ্যে হতাহত সৃষ্টি হয়েছিল। তাৎক্ষনিক  আমি সংবাদ সংগ্রহ ও চিত্র ধারণ করার জন্য সেখানে যাই। আমার পাসে আরও গণমাধ্যমকর্মী ছিল। কিন্তু সংঘর্ষকারীরা আমার উপর তাদের হাতে থাকা লাঠি দিয়ে হামলা করে। এক পর্যায়ে আমি পাশে থাকা পুলিশের কাছে আসতে চাইলে আমাকে তাদের হাতে থাকা ধারালো অস্র দিয়ে আহত করার চেষ্টো করে। পরে আমি সহকর্মীদের সহযোগিতায় নিরাপদ স্থানে চলে যাই’।

তিনি আরও বলেন, এসময় হামলাকারীদের হতে লাঠিসহ ধারালো অস্র থাকলে আমি প্রাণের ভয়ে পুলিশ দিকে যাচ্ছিলা। সেই ধারালো অস্র ঠেকিয়ে আমার হাতে থাকা স্মার্ট ফোন, মানি ব্যাগ ও গণমাধ্যমের পরিচয়পত্র ছিনিয়ে নিয়ে যায় সংঘর্ষকারীরা’।
 

মন্তব্য করুন