বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪, ০২:৫১ পিএম

অনলাইন সংস্করণ

কমপ্লিট শাটডাউন: সচিবালয়ে ঢিলেঢালা কর্যক্রম

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে সচিবালয়ে ঢিলেঢালা কর্যক্রম হতে দেখা গেছে। বেশিরভাগ মন্ত্রীরা দপ্তরে ছিলেন অনুপস্থিত। আর সিনিয়র মন্ত্রীরা ছুটে গেছেন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সচিবালয়ে সরেজমিন সরকারি কাজে ঢিলেঢালা এমন কার্যক্রম দেখা যায়। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু ‍মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে ঢিলেঢালা কার্যক্রম দেখা যায়। এসব মন্ত্রণালয়ের বেশ কয়েকটিতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের দেখা যায়নি।

আন্দোলন চলায় সচিবালয়ে দর্শনার্থীদের উপস্থিতি তেমন দেখা যায়নি। এজন্য এক ও দুই নম্বর গেটের মাঝামাঝি দর্শনার্থী অপেক্ষা কক্ষ দর্শনার্থী শূন্য দেখা গেছে। সচিবালয়ের লিফটগুলোর সামনেও ভিড় দেখা যায়নি। তবে সচিবালয়ে গাড়ির সংখ্যা সকালে তুলনামুলক কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে গাড়ির সংখ্যাও বেড়েছে।

এবিষয়ে সচিবালয়ে দায়িত্বরত পুলিশের একজন সদস্য রূপালী বাংলাদেশকে জানান, অনান্য দিনের মতো আজ সকাল থেকেই আমরা তৎপর রয়েছি। কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে রাত থেকে এখানকার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। 

মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, আজকে কমপ্লিট শাটডাউন হলেও রাস্তায় যান চলাচল করছে। অবশ্য অন্য দিনের তুলনায় কম দেখা গেছে। আমাদের মন্ত্রণালয়ে প্রায় সবাই সঠিক সময়ে উপস্থিত হয়েছে। নিদিষ্ট সময়ে কোন রকমের ঝামেলা ছাড়াই অফিসে আসতে পেরেছি
 

মন্তব্য করুন