
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ
নরসিংদীতে কোটা আন্দোলনে সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে ওই স্কুল ছাত্র নিহত হয়।
নিহত শিক্ষার্থীর নাম তাইম আহমেদ (১৫)। সে নরসিংদী এন কে এম হাইস্কুল অ্যান্ড হোমের নবম শ্রেণির শিক্ষার্থী। নিহত তামিম আহমেদের বাড়ি সদর উপজেলার চিনিশপুরে।
কোটা আন্দোলনে সংঘর্ষে পুলিশের টিয়ারশেল ও ছড়রা গুলিতে আরও ৫০-৬০ জন আহত হয়েছেন।
এদিকে শিক্ষার্থী নিহতের পর আন্দোলনকারীরা তার মরদেহ নিয়ে জেলাখানা মোড় এলাকায় ঢাকা-নরসিংদী মহাসড়কে অবস্থান নিয়েছে।
মন্তব্য করুন