
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
কোটাবিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলার প্রতিবাদের সরব হয়েছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন তারা। জনপ্রিয় অভিনেতা আফরান নিশোও আছেন এ দলে। কোটা আন্দোলন নিয়ে তিনি লিখেছেন একটি কবিতা।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পুরো কবিতাটি হুবহু তুলে ধরা হলো-
আমাদের প্রাণ..
লাল সবুজের পতাকা
সবুজের মাঝে লাল...
বাবা মুক্তিযোদ্ধা
চেতনা-
লড়বো যদি যাক প্রাণ..
লাল সবুজের পতাকা....
তাদেরই প্রতিদান
তাদের আত্মত্যাগের ঘ্রাণ..
তবে আজ...
কেন এতো..... লাল???
সবুজে লাল খুঁজি..
লালে নয় সবুজ
পতাকা হচ্ছে রক্তাক্ত...
পুরো জাতি কি আজ অবুঝ?
বলেন না?
মা বলেন ...আর চাই না লাল..
ফিরিয়ে দাও.. আমার সবুজ।
লাল সবুজের পতাকায় আজ কেন এতো লাল?
শান্তি চাই
হোক সংস্কার
অপমান চাই না
রক্তাক্ত রাজপথ চাই না
হোক সমাধান
লাল সবুজের পতাকায় আর তো লাল চাই না...
কোটা সংস্কার এ ইস্যু নিয়ে কথা বলেছেন তারকাদের আরও অনেকে। সালমান মুক্তাদির, তাসরিফ খান, শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান, চঞ্চল চৌধুরী, শাকিব খানসহ অনেকে।
মন্তব্য করুন