
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ
বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী নিহত সবুজ আলীর দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয় তার।
গত মঙ্গলবার বিকেলে ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নীলফামারীর বাসিন্দা সবুজ আলী সংঘর্ষে পড়ে মারা যান।
সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি ও নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সবুজ আলীকে শ্রদ্ধা জানানো হয় ।
এর আগে ঢাকা থেকে ভোরে সবুজের মরদেহ বাড়ি পৌঁছে। ছাত্রলীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন জানান, হত্যার ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর বলেন, সবুজের পরিবারের পাশে থাকবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্তব্য করুন