
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৪, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীসহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চলছে সাঁড়াশি অভিযান। তারই ধারাবাহিকতায় এখন পর্যন্ত ১ হাজার ৬৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারমধ্যে রাজধানীতেই গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ৬০১ জন। এক হাজার ৬৩০ জনের মধ্যে র্যাবের অভিযানে ১২৬ জন গ্রেপ্তার হয়েছে।
বুধবার (২৪ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি গণমাধ্যমকে জানান, রাজধানী ঢাকাতে গত ২৪ ঘণ্টায় ৬০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন থানায় গত দুদিনে করা ৩৮টি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেয়া তথ্যমতে,আন্দোলন চলাকালে সহিংসতা ও নাশকতার ঘটনায় রাজধানীতে গত ১২ দিনে ১৩৩ টি মামলা হয়েছে । এসব মামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদরদপ্তরের তথ্য মতে, গত এক সপ্তাহের সহিংসতায় সারাদেশে নিহত পুলিশ সদস্যের সংখ্যা তিনজন। আহতের সংখ্যা ১ হাজার ১১৭ জন। ঢাকাসহ সারাদেশে পুলিশের ২৮১টি যানবাহন ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময়ে পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ি মিলিয়ে ২৫৩টি স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে।
মঙ্গলবার ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, নাশকতাকারীরা বাংলাদেশের যে প্রান্তেই থাকুক, তাদের খুঁজে খুঁজে গ্রেফতার করা হবে।
আরবি/এস
মন্তব্য করুন