রূপালী ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৪, ০৪:৪১ পিএম

অনলাইন সংস্করণ

শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: কাদের

ছবি: সংগৃহীত

বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রশংসিত ও সম্মান দেওয়া অর্জনগুলো আজকে ধ্বংসলীলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধ আজ আক্রান্ত। তার দল দেশের মানুষের জন্য কাজ করছে। শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুন:  ‘জনমনে স্বস্তি না ফেরা পর্যন্ত চলবে কারফিউ’

বুধবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর শ্যামলীর রিং রোডে নিম্নবিত্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অভিযোগ করে বলেন, মির্জা ফখরুল সন্ত্রাসীদের পক্ষে কথা বলে। মিথ্যাচার করে সহিংসতাকারীদের সহায়তা করে।

ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল, সেতু ভবন পুড়ে ছাই হয়ে গেছে। সমস্ত জায়গায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আমরা নীরব ভূমিকা পালন করতে পারি না। মিরপুর স্টেশনে যে হামলা হয়েছে সেগুলো সারাতে এক বছর লাগবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এতো ধ্বংসের পর আর কত। এই দুইদিনে প্রমাণ হয়েছে তারা দেশের স্বাধীনতা চায়নি। এতো উন্নয়ন অর্জন চায়নি বলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এ সময় মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রে বিশ্বাসী সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আ’লীগ নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা কোথাও পালাবেন না।। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। সারাদেশের পাড়া মহল্লা, থানা ওয়ার্ডে সতর্ক থাকতে হবে।

 

আরবি/জেআই

মন্তব্য করুন