রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৪, ০৮:০৫ পিএম

অনলাইন সংস্করণ

৫ দিনের রিমান্ডে ব্যারিস্টার পার্থ

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দীনের আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে দুপুরে পার্থকে আদালতে তুলে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ।

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে পার্থকে আটক করা হয়।

আজ দুপুরে তাকে গ্রেপ্তার দেখায় ডিবি। কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান হারুন-উর-রশিদ।

মন্তব্য করুন