
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৪, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
গত কয়েকদিন ধরে গাজায় আবারও হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। এতে প্রতিদিনই অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে। দেশটির দেইর এল-বালাহর একটি অস্থায়ী হাসপাতালে দখলদার ইসরায়েল বিমান হামলায় করে। খাদিজা নামক একটি স্কুলে তৈরি করা অস্থায়ী হাসপাতালটিতে এ হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুলাই) এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, হাসপাতালটি লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে অন্তত ৩০ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হন।
মিডিয়া অফিস বিবৃতিতে বলেছে, “কয়েক ডজন রোগী এবং আহত মানুষকে চিকিৎসা সেবা দেওয়া অস্থায়ী হাসপাতালে দখলদার ইসরায়েল ভয়াবহ গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। বাস্তুচ্যুত বেসামরিক মানুষের উপর চালানো এই গণহত্যার পুরোপুরি দায় দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের।”
মন্তব্য করুন