
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ
রাঙামাটিতে ৬ আনসার ব্যাটালিয়ন ঘাগড়া কতৃক বিভিন্ন জাতের ফলজ, বনজ, ঔষুধি জাতের শতাধিক বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। রোববার সকালে ৬ আনসার ব্যাটালিয়ন ঘাগড়া সদর দপ্তরে এই বৃক্ষ চারা রোপণ কর্মসূচী পালন করা হয়। এসময় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন, রাঙামাটিস্থ ঘাগড়া ৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক মুনমুন সুলতানা।
উদ্বোধনকালে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই। সকালকে বৃক্ষ রোপনে এগিয়ে আসতে হবে। শুধু বৃক্ষ রোপন করলে হবে না, তার বৃক্ষের রক্ষণাবেক্ষণ করতে হবে। রোপনকৃত বৃক্ষ রক্ষণাবেক্ষণ ব্যাপকভাবে সফল করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান অধিনায়ক মুন মুন সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন-শুভলং হাজাছড়া ৭ আনসার ব্যাটালিয়ন পরিচালক সেলিমুজ্জামান, ঘাগড়া ৬ আনসার ব্যাটালিয়ন সহকারী পরিচালক মোঃ শাহ নেওয়াজ হোসেন, ঘাগড়া ৬ আনসার ব্যাটালিয়ন কোম্পানী কমান্ডার মোঃ হুকুম আলীসহ ব্যাটালিয়নের কর্মকর্তাসহ আরো অনেকে। বৃক্ষরোপন কর্ম সূচির শুরুতে বৃক্ষরোপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন