বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৪, ০১:১৪ পিএম

অনলাইন সংস্করণ

প্রথমবারের মত ওয়েব সিরিজে তটিনী

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ব্যস্ততার সঙ্গে তিনি কাজ করে যাচ্ছেন 
ছোট পর্দায় একের পর এক নাটক উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের। ধারাবাহিকভাবে প্রতিনিয়তই ব্যস্ততার সঙ্গে কাজ করে যাচ্ছেন। নাটকের এই জনপ্রিয় মুখকে এবার দেখা যাবে ওয়েব সিরিজে। প্রথমবারের মতো কোনো ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন তিনি।

এর আগে ওটিটির ওয়েব ফিল্মে কাজ করেছেন তটিনী। প্রথমবারের মত তাকে দেখা যাবে ওয়েব সিরিজে। বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন।

জানা গেছে, নির্মাতা সানী সানোয়ারের একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন তটিনী। এর নাম এখনো ঠিক হয়নি। এটি প্রচার হবে দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বিঞ্জে।

তটিনী বলেন, ‘এবারই প্রথম আমি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছি। অবশ্যই ভালো লাগছে। তার থেকেও বড় ভালো লাগার বিষয় হচ্ছে, গল্পটি আমাকে ভেবেই লেখা হয়েছে। তাই গল্পটি পড়েই কাজটি করার জন্য আমি হ্যাঁ বলে দিয়েছি। এখনই বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে ভালো কিছু আসছে এটুকু বলতে পারি।’

ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর থেকে। টানা ১০ দিন ঢাকার বিভিন্ন স্পটে চলবে শুটিং। এমনটাই নিশ্চিত করেন এ অভিনেত্রী।

মন্তব্য করুন