
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৪, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক সংঘাতে নিহত হয়েছেন ৩৫ জন।
গত বুধবার আফগান সীমান্তের কাছে অবস্থিত দেশটির কুররাম জেলায় সুন্নিপন্থি মুসলিম মাদাগি ও শিয়াপন্থী মালি খেল উপজাতি গোষ্ঠীর সদস্যদের মধ্যে সশস্ত্র সংঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়, মূলত ভূমি নিয়ে বিবাদ থেকেই এই সংঘাত শুরু হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা মুর্তজা হুসেইন বলেন, গত বুধবার দুই উপজাতি গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়। পাঁচদিন ধরে চলে সংঘর্ষ।
জানা গেছে, কয়েক দশক ধরেই ওই অঞ্চলে কৃষিজমি নিয়ে বিরোধ চলছে। এ বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনার মধ্যেই এক বন্দুকধারী সেখানে গুলি চালান। এর কারণে পাশাপাশি বসবাসকারী গোষ্ঠীগুলোর মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা আরও বেড়ে যায়।
মুর্তজা বলেন, এই সংঘাতে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। সরকার এবং স্থানীয় নেতারা জিরগার (উপজাতি পরিষদ) মাধ্যমে লড়াই বন্ধ করার চেষ্টা করছেন।
মন্তব্য করুন