
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৪, ০১:২০ এ এম
অনলাইন সংস্করণ
‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার মাধ্যমে ওপার বাংলায় পা রেখেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। আসছে দুর্গাপূজায় ভারতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এ সিনেমাটি।
সিনেমাটির নির্মাতা রাশেদ রাহা জানিয়েছেন, ভারতের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এ সিনেমা দিয়েই বুবলীর অভিষেক হতে যাচ্ছে। এ ছবিতে বুবলীর সঙ্গে অভিনয় করেছেন টালিউডের তারকা নির্মাতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস।
তিনি বলেন, আমাদের ‘ফ্ল্যাশব্যাক’ ছবিটি পোস্ট-প্রোডাকশনের কাজ কলকাতায় শেষের দিকে, কয়েকদিনের মধ্যে গণমাধ্যমে মুক্তির তারিখ জানাব। কাজ আর একটু গুছিয়ে নিই। দুর্গাপূজায় দুই বাংলায় ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। সেভাবে কাজ চলছে। তিনি আরও বলেন, যদি কোনো কারণে দুর্গাপূজায় ছবিটি মুক্তি দিতে না পারি, তাহলে পূজার দুই সপ্তাহ পর মুক্তি দেব।
আরবি/জেআই
মন্তব্য করুন