রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৪, ০৩:১৩ পিএম

অনলাইন সংস্করণ

এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম

এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম। ছবি: সংগৃহীত

আরও এক বছরের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম। গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (চুক্তি ও বৈদেশিক শাখা) আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে অধ্যাপক ফরহাদুল ইসলাম এনসিটিবির চেয়ারম্যান পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। এই চুক্তির মেয়াদ শেষ হয় চলতি বছরের ২৩ মে।

জনপ্রশাসনের প্রজ্ঞাপনে বলা হয়-সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী অধ্যাপক মো. ফরহাদুল ইসলামকে তার পূর্বের চুক্তির অনুরূপ শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে এনসিটিবির চেয়ারম্যান পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই
চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মাধ্যমে সারাদেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম প্রণয়ন করা হয়। এছাড়া এই সংস্থার মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যের বইও দেওয়া হয়।

মন্তব্য করুন