কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৪, ০৭:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

অবন্তিকার আত্মহত্যার প্ররোচনায় প্রক্টর ও সহপাঠীকে রিমান্ড

ছবি: রূপালী বাংলাদেশ

কুমিল্লায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকাকে চাঞ্চল্যকর আত্মহত্যার প্ররোচনা মামলায় দুই আসামিকে রিমান্ডে দিয়েছেন আদালত। বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে একদিনের এবং আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন কুমিল্লার আদালত।

আজ সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে মামলার আসামি বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। আম্মানের পাঁচ দিন ও দ্বীন ইসলামের দুই দিন রিমান্ড আবেদন করে কোতয়ালী থানা পুলিশ। 

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক আম্মানকে দুই দিন ও দ্বীন ইসলামকে একদিনের রিমান্ডে দেন এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

মন্তব্য করুন