
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ
অবশেষে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে নোঙর করলো সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্তিপাওয়া বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহ।
সোমবার স্বানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ হামরিয়া বন্দরের জেটিতে নোঙর করে জাহাজটি।
এ সময় বাংলাদেশ দূতাবাস আবুধাবির রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, কেমসআরএম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান, প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিমসহ ২২ সদস্যের প্রতিনিধি দল।
এরআগে স্থানীয় সময় বিকাল ৫টায় বর্হিনোঙর থেকে ছেড়ে আসে জাহাজটি। এদিন সকাল ১০টায় বন্দরে নোঙরের কথা থাকলেও জেটি খালি না থাকায় সারাদিন বর্হিনোঙরে অপেক্ষা করতে হয় ২৩ নাবিকসহ বাংলাদেশী জাহাজটিকে। আজ রাতেই জাহাজে বহণকৃত কয়লা খালাসের কার্যক্রম শুরু হবে। এরপর নতুন কোন কার্গো পেলে জাহাজটি বাংলাদেশে ফিরবে বলে মালিকপক্ষ থেকে নিশ্চিত করা হয়। জাহাজ পরিচালনাকারী ২৩ নাবিকের সকলে সুস্থ আছেন এবং জাহাজটি অক্ষত রয়েছে। তবে এখনি কারো দেশে ফেরার ব্যাপারে কোন তথ্য জানানো হয়নি। সে অনুযায়ী নতুন কার্গো বোঝাই করে সকলে একসঙ্গে জাহাজ নিয়েই দেশে ফিরবেন বলে শোনা যাচ্ছে।
মন্তব্য করুন