
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৪, ১২:২৭ এ এম
অনলাইন সংস্করণ
সদ্য বিলুপ্ত ঘোষিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি পুঃন বহালের দাবী জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্যথায় রেলপথ ও সড়ক পথ অবরোধের হুশিয়ারি দেন তারা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে কসবা উপজেলা পরিষদ চত্বরে এক প্রতিবাদ কর্মসূচি থেকে এ হুশিয়ারি দেয়া হয়।
এতে বিলুপ্ত ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য এসএম সাফায়েত হৃদয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করে বলেন, জেলা ছাত্রলীগ কালো টাকার বিনিময়ে বুধবার রাতের আঁধারে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে। কোনো সম্মেলণ ছাড়াই অগঠনতান্ত্রিকভাবে তড়িঘরি করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এবিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হককে অবগত না করেই এ কমিটি বিলুপ্ত করে। বক্তারা হুশিয়ারী উচ্চারন করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে কমিটি পুনঃ বহাল না হলে সড়ক পথ, রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
উল্লেখ্য ২০১৯ সালের ৩০ জুন আফজাল হোসেন রিমনকে আহবায়ক, কাজী মানিক ও আশরাফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে তিন মাসের জন্য ৫৫ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়। সেই আহবায়ক কমিটি প্রায় পাঁচ বছর পর বিলুপ্ত ঘোষণা করলো জেলা ছাত্রলীগ।
এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল জানান, কসবা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা থাকায় কেন্দ্রীয় কমিটির সাথে কথা বলে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে।
মন্তব্য করুন