
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৪, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ
অলিম্পিকের ‘গ্রুপ সি’-এর দ্বিতীয় ম্যাচ
রোববার (২৮ জুলাই) অলিম্পিকের নারী ফুটবলে আসরের অন্যতম ফেভারিট ব্রাজিলকে শেষমুহূর্তের দুই গোলে ২-১ ব্যবধানে পরাজিত করেছে জাপান। দলটির মোমোকো তানিকাওয়া ম্যাচের ৯৬তম মিনিটে একটি চমকপ্রদ গোল করেন।
আরও পড়ুন: ভারতীয় দাপট থামিয়ে এশিয়া কাপের শিরোপা জিতল শ্রীলংকা
টানা দ্বিতীয় পরাজয়ের দ্বারপ্রান্তে ছিল জাপান, যা তাদের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলের ফুটবলার ঝেনিফার গোল করে ব্রাজিলকে এগিয়ে নিয়ে যায় যা জাপানকে বিপজ্জনক অবস্থায় ফেলে দেয়। তবে ইনজুরি সময়ে পরিস্থিতি পাল্টে যায়। জাপানের অধিনায়ক সাকি কুমাগাই প্যারিসের পার্ক দেস প্রিন্সেস-এ ৯২তম মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান।
তারপর, এক অবিশ্বাস্য মুহূর্তে ১৯ বছর বয়সী বদলী খেলোয়াড় মোমোকো তানিকাওয়া ৩০ মিটার দূর থেকে একটি অবিশ্বাস্য শট মারেন যা গোলরক্ষকের ওপরে দিয়ে জালে চলে যায় এবং জাপানের জন্য বিজয় নিশ্চিত করে।
অন্যদিকে রেকর্ড চারবারের স্বর্ণপদক বিজয়ী যুক্তরাষ্ট্র মার্সেইয়ে গ্রুপ বি-তে জার্মানিকে ৪-১ গোলে হারায়।
আরবি/জেআই
মন্তব্য করুন