
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৪, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কাস্টমস কর্মকর্তাকে মারধরের ঘটনায় হৃদয় (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। হৃদয় উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর গ্রামের ইদন মিয়ার ছেলে। শুক্রবার বিকালে এ মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার কাস্টমস এর সহকারি রাজস্ব কর্মকর্তা প্রধান মোঃ কামরুল পারভেজ বাদী হয়ে শনিবার রাতে চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নূরে আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে,শুক্রবার বিকালে ভারত থেকে আসা এক বা একাধিক যাত্রী সাত-আটটি বড় ব্যাগে (লাগেজ) করে ভারত থেকে ওই লাগেজগুলো কাস্টমসের লাগেজ স্ক্যানিংয়ের কক্ষে না নিয়ে কৌশলে সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে সহকারী রাজস্ব কর্মকর্তা প্রধান মোঃ কামরুল পারভেজের নেতৃত্বে তিনজন ওই অটোরিক্সাটির গতিরোধ করে। লাগেজগুলো চেকিং করার জন্য কাস্টমস এ ফেরত নিতে বলেন। এমন সময় পেছনে থেকে মোটর সাইকেলে এসে কয়েকজন যুবক কাস্টমস কর্মকর্তাদের উপর হামলা করে। অপর আহতরা হলো কাস্টমসের সিপাহি পদে কর্মরত মো. জুম্মন ও মো. ইমন মিয়া।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নূরে আলম বলেন, কাস্টমস এর কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় চারজনকে আসামী করে মামলা দিয়েছে। রাতেই এজাহারনামীয় একজনকে আটক করা হয়েছে। বাকীদেরকে আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন