ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মে, ২০২৪, ০৯:০৩ পিএম

অনলাইন সংস্করণ

আখাউড়ায় হোটেলে অসামাজিক কার্যকলাপ, মালিক-খদ্দেরসহ আটক ৪

ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল মালিক ও খদ্দেরসহ ০৪  জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) রাত ১২.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের সড়ক বাজারের ‘ভূইয়া রেস্ট হাউজ’ থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের মৃত রেয়াছত আলী ভূইয়ার ছেলে ওই হোটেল এর মালিক মোঃ জসিম উদ্দিন ভূইয়া (৪৩), পৌরসভার মসজিদপাড়ার ইউসুফ আলীর বাড়ির ভাড়াটিয়া কালু মিয়ার মেয়ে ও ইব্রাহিমের স্ত্রী রুমা আক্তার (২৫), সদর উপজেলার পাইকপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের মেয়ে অনন্যা আক্তার (২৭) এবং কিশোরগঞ্জ সদরের চিকনিরচর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মোঃ রঞ্জিত মিয়া (৩৫)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নূরে আলম নিশ্চিত করেছেন। এর আগে গত ২৬ এপ্রিল রাত ১০ টায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওই হোটেল এর মালিক, খদ্দের ও যৌনকর্মী সহ ৭ জনকে আটক করেছিল আখাউড়া থানা পুলিশ।

মন্তব্য করুন