
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৪, ১২:৪৩ এ এম
অনলাইন সংস্করণ
কপালে গুরুতর আঘাত পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টা ৪০ মিনিটে তার দলের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এর এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। যাতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মমতা ব্যানার্জি। তার কপালের মাঝখানে গভীর কাটা এবং মুখে রক্ত লেগে আছে।
সেই পোস্টে বলা হয়, ‘আমাদের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর আহত হয়েছেন। দয়া করে তার জন্য আপনারা প্রার্থনা করুন।
জানা গেছে, মুখ্যমন্ত্রী বাড়িতেই আহত হন এবং তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন