
প্রকাশিত: ১৭ জুন, ২০২৪, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ার আদমদীঘিতে কোরবানির গরু খামার থেকে বাড়িতে আনার সময় ভটভটি (নছিমন) উল্টে আহনাফ আবিদ দোহা (১৫) নামের ৮ম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৭ জুন) সকাল ৬টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির বাবলাতলা নামক স্থানের এ দুর্ঘটনা ঘটে। নিহত আহনাফ আবিদ দোহা আদমদীঘি উপজেলার তেঁতুলিয়া গ্রামের সাইদুজ্জামান তোতার ছেলে ও আদমদীঘি প্রেস ক্লাবের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের নাতি। সে নওগাঁ কেডি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পবিত্র ঈদুল আযহায় কোরবানির দেওয়ার জন্য একটি গরু কিনে আদমদীঘির শালগ্রাম গ্রামে খামারে রাখেন তারা। ঈদের দিন সোমবার সকাল ৬টার দিকে ভটভটি বা নছিমন গাড়িতে ওই গরু তুলে তাদের নিজ বাড়িতে আসছিলেন। নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার বাবলাতলা নামক স্থানে পৌঁছালে দ্রুত গতির ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় ভটভটিতে থাকা কোরবানির গরু, স্কুলছাত্র আহনাফ আবিদ দোহাসহ ৩/৪ জন ব্যক্তি সড়কে ছিটকে পড়ে আহত হয়। এরপর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আহনাফ আবিদ দোহাকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
মন্তব্য করুন