
প্রকাশিত: ৭ জুন, ২০২৪, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ছয় দফা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার (৭ জুন) সকালে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন, ইদ্রিছ আলী, উপজেলা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানসহ অন্যান্য নেতৃবর্গ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দেশ এবং জাতির উন্নয়নে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
মন্তব্য করুন