
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ার আদমদীঘিতে নেশাজাতীয় মাদক দ্রব্য ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মুক্তার হোসেন (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুক্তার হোসেন আদমদীঘি উপজেলার নশরৎপুর ইউপির কুমারগাড়ী ওস্তাপাড়া গ্রামের শাজাহান মোল্লার ছেলে। এ ব্যাপারে থানায় মুক্তার হোসেনসহ দুই জনের নামে মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদমদীঘি উপজেলার মুরইল কুমারগাড়ী ওস্তাপাড়া গ্রামের রাস্তায় মাদক বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে থানা পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি মুক্তার হোসেনকে আটক করে তল্লাশি করা
কালে তার পরিহিত ফুল প্যান্টের পকেট হতে নেশাজাতীয় মাদক দ্রব্য ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও মাদক বিক্রয়ের ১হাজার ৬০টাকা জব্দ করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃত মুক্তারকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন