
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
আনন্দ নগর জিরো পয়েন্ট থেকে শহীদ মিনার ও বিডিআর বাড়ি হয়ে আফতাব নগর পর্যন্ত হাজি রফিক সড়কের কাজ দীর্ঘদিন যাবত বন্ধ থাকায় ভোগান্তির শেষ নেই এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলে যাতায়াতের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে সড়কটি।বিশেষ করে কোমলমতি শিশুদের স্কুলে যাওয়া আসা কিংবা অসুস্থ রোগী নিয়ে ইমার্জেন্সি হসপিটালে যাতায়াতে ক্ষেত্রে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। এছাড়া সড়কটি এখন যানবাহন চলাচলের জন্য অনুপযোগী হওয়ায় জরুরী প্রয়োজনে ব্যবহৃত অনেক যানবাহন ঢুকছে না সড়কটিতে। সড়কের কাজ দীর্ঘদিন বন্ধ থাকার বিষয়ে
স্থানীয় ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, হাজী রফিক উদ্দিন সড়কের বেশকিছু কাজ হয়েছে আর বাদ বাকি কাজও শীঘ্রই শুরু হবে।তবে দীর্ঘদিন যাবত কাজ বন্ধ থাকার বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।
সড়কটির ঠিকাদারি প্রতিষ্ঠান ইফাদ এন্টারপ্রাইজ-এর পরিচালক ঈমান আলি হানিফের কাছে জানতে চাইলে তিনি বলেন, সড়কের কাজ বন্ধ থাকলেও শীঘ্রই সড়কের বাকি কাজ শুরু করা হবে।
এ সময়ে দীর্ঘদিন সড়কের কাজ বন্ধ থাকার কারণসহ আরো কিছু তথ্যের বিস্তারিত জানতে চাইলে ঠিকাদার ঈমান আলি হানিফ কথা বলতে অস্বীকৃতি জানান এবং এ বিষয়ে জানতে হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ১০-এ যোগাযোগ করতে বলেন । ঠিকাদার ঈমান আলি হানিফের মুঠোফোনে দ্বিতীয় দফায় যোগাযোগের চেষ্টা করলে তিনি বলেন যে স্যারদের সাথে থাকতে হয়, স্যাররা সাথে আছেন, কথা বলা যাবে না। কিছু বলার থাকলে অঞ্চল ১০-এ গিয়ে কথা বলেন।
অঞ্চল ১০-এর আঞ্চলিক কর্মকর্তা (উপসচিব) নাসিমা খানমের কাছে হাজী রফিক উদ্দিন সড়কের কাজ বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। তিনি এ ব্যাপারে তার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মতিউর রহমানের সাথে যোগাযোগ করতে বলেন।
নির্বাহী প্রকৌশলী মোঃ মতিউর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সড়কটির কাজ শেষ করার জন্য জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত সময় আছে। এ নিয়ে নিউজ করার কি আছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে দীর্ঘদিন যাবত কাজ বন্ধ থাকার কারণ, এবং শীঘ্রই কাজ শুরু হলেও সড়কটির বাকি কাজ জুন মাসের ৩০ তারিখের মধ্যে শেষ করা সম্ভব হবে কিনা জানতে চাইলে তিনিও কোন সুস্পষ্ট জবাব দিতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজী রফিক উদ্দিন সড়কের ঠিকাদারি প্রতিষ্ঠান ইফাদ এন্টারপ্রাইজের পরিচালক ইমান আলী হানিফ বাড্ডা থানার ৩৭ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা। তিনি ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলমের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি।
এছাড়াও ডিএনসিসি’র অঞ্চল ১০-এর কার্যালয়েও তার ব্যাপক প্রভাব রয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন