
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৪, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় নুরজাহান বেগম (৬৩) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল দশটায় দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।তিনি উপজেলার পরৈকোড়া ইউনিয়নের খাসখামা এলাকার শাহ আলমের স্ত্রী।
এ ঘটনায় উত্তেজিত জনতা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক অবরোধ করে রাখেন, এতে বেশ কিচ্ছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে যানচলাচল স্বাভাবিক করে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে ঐ বৃদ্ধার এক পা ভেঙে যায় । আমরা তাকে উদ্ধার করে আমার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। সড়ক দুর্ঘটনায় একটি মাইক্রোবাসের ধাক্কায় একজন বৃদ্ধা নিহত হয়েছে। এই দূর্ঘটনায় পুলিশ মাইক্রোবাস উদ্ধার করে থানায় নিয়ে আসে ও এই ঘটনার আইনানুক ব্যাবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন